প্রশ্নঃ
আমার খাবারের ইদানিং রুচি হচ্ছে না এবং দিন দিন আমি শুকিয়ে যাচ্ছি আমি বিবাহিত এবং আমার
বর্তমানে শারীরিক অবস্থা খুব একটা ভালাে যাচ্ছে না আমি আসলে মানসিকভাবে না আসলে শারীরিকভাবে মনে হচ্ছে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি তার কারণে আগের মত আমার পারিবারিকভাবে অর্থাৎ আমার
ফ্যামিলিকে সেইভাবে সুখ-শান্তি দিতে পারতেছি না একটু দয়া করে বুঝে নিবেন দয়া করে আমাকে একটু এখানে পরামর্শ দিলে আমি খুশি হব।
উত্তরঃ
প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
আপনি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন যা
ইতিবাচক মনােভাব। আপনি শারীরিকভাবে
অসুস্থ অনুভব করছেন এবং মানসিকভাবে
সুখী অনুভব করছেন না, এমন কি বিষয়টি?
আপনার শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার
দেখিয়েছেন কি? কেমন হলে নিজেকে ও
পরিবারকে খুশি রাখতে পারবেন বলে মনে
হয়? এরজন্য কি কি করা যেতে পারে?
আপনাকে সহযােগিতা করার জন্য তথ্যগুলাে
প্রয়ােজন। আপনি শারীরিক অসুস্থতার
জন্য ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
মানসিক ইস্যুর জন্য একজন প্রফেশনাল
সাইকোলজিস্ট এর সহযােগিতা নিতে পারেন।
মায়া এপে ভিডিও কলের মাধ্যমে এ সেবা
সমূহ নিতে পারেন। আশা করি আপনাকে
সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন
থাকলে, আমাদের জানাবেন, রয়েছে পাশে।
সবসময়, মায়া।