প্রতিবেদকঃমোঃফজলে রাব্বি(নিসাদ)
ভোলার রংপুর ঘুরে আসা ১০০ জন মানুষের উপর একটি প্রশ্ন করা হয়।
প্রশ্নটি হলো রংপুর সম্পর্কে আপনার মতামত কি এবং রংপুরের মানুষ ও সমাজ সম্পর্কে আপনার কি মতামত.???
১০০ জনের ভেতর ৯১ জনেরর মতামত একই রকম,
তাদের মতামতে তারা এমন এলাকা আর কখনো দেখেনি।
মানুষের প্রতি মানুষের খুব ভালো সম্পর্ক, এক জনের বিপদে অন্য জন্য এগিয়ে আসে।খুব ঠান্ডা মেজাজী তারা কারো সাথে সহজে রাগেনা।
ভোলার মানুষের তথ্য মতে রংপুরে নারীরা খুব
কিছু যুবক বলেছে তারা সেখানে অনেকটা নষ্ট করেছে, কারণ নারী।মেয়েরা তাদের প্রেমের পাদে পেলে অনেক টাকা খরচ করায়,তার পরও তাদের দেওয়া উক্ত হলো সেখানে নাকি খুব সুন্দর মেয়ে পাওয়া যায়।
এলাকাটা নাকি ভুমন পিপাসিদের জন্য খুব ভালো একটা জায়গা। যেমন ভুমন করার মতো জায়গায় কিছু নাম উল্লেখ্য করেছেনঃ চিল বিল,নন্দিনা দিঘী,কেরামতিয়া মসজিদ, হরিপুর রাজ বাড়ি,বালিয়া জামে মসজিদ, ফানসিটি,সনগাঁ মসজিদ,নীলফামারী যাদুঘর ইত্যাদি।
তাদের দেখা সব চাইতে সুন্দর জায়গা।
যেই সকল হোটেল তাদের বেশি পছন্দ হয়েছেঃ