দোয়া তদবি বিশ্বাস করে আমলটি করুন।
মনের আশা পূরনের পরীক্ষিত তদবীর
“সুবহানাল্লাহি ওয়াল-হামদু-লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা-হাওলা ওয়ালাক্কুয়াতা ইল্লা বিল্লাহিল আলীয়িল আযীম, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনাতাও, ওয়াফিল আখেরাতে হাসনাতাও, ওয়াক্কিনা আজাবান্নার।।
নিম্নোক্ত নিয়মে দুই রাকাত নফল নামাজ আদায় করিলে যে কোন আশা পূর্ণ হবে। ইনশাআল্লাহ ইহা বহু পরীক্ষিত ও অত্যন্ত ফলপ্রদ একটি আমল যে কেউ শুদ্ধাচারে বিধিমত এই নামাজ আদায় করলে ১০০% নিশ্চিত তার ফল পাবেই, বর্তমান সময়ের বহুলোক ইহার আমলে সাথে সাথে ফল পাইয়াছেন।
নিয়ম- নামাজের প্রথম রাকাতে সূরা ফাতেহার সাথে দশবার সূরা কাফেরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে দশবার সুরা ইখলাস পাঠ করে নামাজ শেষ করিতে হইবে এবং নামাজ শেষে সালাম ফিরাইবার পর পূনরায় একটি সিজদায় গিয়ে যে কোন দরুদ ১০ বার পাঠ করিবে এবং উপরোক্ত দুওয়াটি ১০ বার পাঠ করিবে। ইহাতে আপনি ১,৩,৭ দিনের মধ্যে আপনার মনো কামনা পূর্ন হইবে।
যে কোন দিন রাত্রি ১.০০-২.০০ টার মধ্যে দারিয়ে নিন্মের যে কোন দোওয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে তাহাই পাইবে৷ ৩০০০ বার ” ইয়া মুনতাক্বিমু” ১২০০ বার ” ইয়া ক্বাদের“” ১০০ বার ” ইয়া সামিউন”
∞ রবিউল আউয়াল মাসে ৭৭৪১ বার নিন্মের দোয়া পাঠ করলে সমস্— অভাব দুর হবে- ” আস-সালাতু আচ্ছালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহী৷
∞ ঘুমানোর সময় পাক পবিত্র বিছানায় শুয়ে ডান হাত বুকের উপর রেখে আগে-পরে ১১ বার দরুদ শরিফ পাঠ করে নিম্নের দোয়া ৭০ বার পাঠ করবে, তবে আল্লাহর নেয়ামত লাভ করতে পারবে- *”আল আ’লীমুল্লাযী ইয়া লামুল জাহরা ওয়াল আখফা”৷
∞ ফরজ নামাজ বাদ নিম্নের দোয়া ১০০ বার পাঠ করলে আল্লাহর নেয়ামত লাভ করবে- ”লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন”৷
∞ সুরা ফাতেহা ১০০০ বার পাঠ করবে৷ ﷲ ∞ সুরা ইয়াসিন ৪১ বার পাঠ করবে নতুবা প্রত্যহ একবার সুরা ইয়াসিন ও একবার সুরা ওয়াক্বিয়া ও আসমাউল হুসনা পাঠ করবে৷
∞ ৪০ দিন যাবত্ প্রত্যহ ১২৬৭ বার ” ইয়া মুগনিয়্যু”৷ ১০৭১ বার ” ইয়া গানিয়্যু”৷ আগে-পরে ১১ বার কারে দর“দ শরিফ পাঠ করে ১৪ বার ”ইয়া ওয়াহাবু” পাঠ করে নিন্মের দোয়া ১০০ বার পাঠ করবে *” ইয়া ওয়াহাবু হাবলী মিন নি’মাতিদ্দুনী ইয়া ওয়াল আখিরাতি ইন্নাকা আন্—াল ওয়াহাব৷ প্রতি ওয়াক্ত ফরজ নামাজ বাদ নিন্মের দোয়া ১৫ বার পাঠ করবে *” ইয়া মুসাব্বি বাল আসবাবে সাব্